উজির আলি, মালদা: আমাদের (নিউজপিডিয়া) খবরের জেরে দুর্গতদের পাশে দাড়ালো প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন। উল্লেখ্য, এক সপ্তাহ আগে মালদহের চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর জিপির কালিয়াপাড়া গ্রামে তিনটি দিনমজুর পরিবারের কাচা বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
সেই খবর জনসম্মুখে সবার প্রথম আমরাই তুলে ধরেছিলাম। আর খবরের জেরে মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নূরের নির্দেশে রবিবার সন্ধ্যায় ঘটনা পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম ও চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শচীদানন্দ চক্রবর্তী সহ মতিহারপুর অঞ্চল নেতৃত্ব।
এদিন ঘটনা পরিদর্শনে গিয়ে দূর্গতদের আর্থিক সাহায্য করে আশ্বাস দিয়ে সামিউল ইসলাম বলেন, এরা খেটে খাওয়া মানুষ। কোনোক্রমে চলে দিনাযাপণ। তাও আবার দুঃসময়ে কাচাবাড়ী গুলোও আগুনে ভস্মীভূত হয়েছে।সরকারি তরফে ঘর পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিডিও-সাথে আলোচনায় বসব বলে আশ্বাস দিয়েছেন সামিউল ইসলাম। এছাড়াও সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
তবে দূর্গতদের পাশে দাড়িয়েছেন চাঁচলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও।ওই পরিবার গুলির মাঝে একমাসের খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দিয়েছেন পাওয়ার অফ হিউম্যানিটি নামক একটি সংগঠন। একমাসের খাদ্য দ্রব্য দিয়েছেন আশার আলো ওয়েলফেয়ার ট্রাস্ট ও মতিহারপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ থেকেও শীতের কম্বল ও খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে।
স্থানীয় শিক্ষক ওয়াহেদুজ্জামানও এক মাসের খাদ্য দ্রব্য দিয়েছেন।ঘটনার পরে চাঁচল-১ নং ব্লক প্রশাসনের তরফে ত্রিপল, কম্বল, চালের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হয়েছে।