রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর: হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত হরদমনগর গ্রামে হঠাৎই একঝাঁক শিয়াল গতরাত্রে হানা দেয়। গ্রামবাসী শিয়ালের ঝাঁক দেখে আঁতকে উঠেন এবং তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শিয়ালদের তাড়াতে গিয়ে শিয়ালের দল উল্টো আক্রমণ করে সেই লোকজনের উপর। ঘটনাক্রমে কিছু লোক সেখান থেকে পালিয়ে যায় আর কিছু লোক শিয়ালের দলের সাথে আঘাত – প্রতিঘাত চালাতে থাকে। উল্টো শিয়ালদের আক্রমণে কয়েকজনের শরীর কামড়ে নেয় শিয়ালেরা। শিয়ালদের কামড়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। তাদের আঘাতে কয়েকটি শিয়াল ও মারা যায়। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জমায়েত হয়ে যায় তারপর বাকি শিয়ালেরা পালিয়ে যায়।
আক্রমনাত্মক ব্যক্তিরা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । শিয়ালের হানায় সেই এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে । হঠাৎই এরকম হওয়া যেন বীনা মেঘে বজ্রপাতের মত।