নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: বর্ষাকাল এলেই দূর্ভোগ বাড়ে গ্রাম বাসীর,গ্রাম প্রবেশের একমাত্র রাস্তা যার উপর হাজার হাজার মানুষ ভরসা করে রোজ যাতায়াত করে,সেই রাস্তায় একহাঁটু কাদাজলে ভরে গেছে।
কোচবিহার ১নং ব্লকের দেওচড়াই অঞ্চলের ১নং ব্লকের ঝলঝলির ২৫৪ বুথের গৌরমোহন বাজার থেকে গ্রাম প্রবেশের রাস্তাটি বেহাল দশায় ভুগছে। স্থানীয় গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ রাস্তা সারাইএর জন্য স্থানীয় প্রশাসন কে বার বার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহন করেনি,ফলে দিনে দিনে দুর্ভোগ বেড়েই চলছে।
আর তাই আজকে বিক্ষুব্ধ গ্রামবাসী বেহাল কাদাভরা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেন। এই ব্যাপারে গ্রামবাসীরা জানান, শীঘ্রই রাস্তা সারাইএর কাজ শুরু না হলে আমরা আরো বড়ো আন্দোলনে নামব।