নিউজপিডিয়া ডেস্ক: এদেশে খাদ্য, বস্ত্র, সঠিক চিকিৎসা থেকে চিরকালেই বঞ্চিত থাকে সমাজের হতদরিদ্রেরা। নেতাদের মুখের বুলি, পাশের থাকার আশ্বাসটুকুই সম্বল এদের, সব সময় পাশে থাকবো এই কথা দেওয়ার সাহস বুঝি এ সমাজে কারো নেই। রাস্তায়, ট্রেনে বোতল প্লাস্টিক কুড়িয়ে সেই গুলো বিক্রি করে অন্ন সংস্থান করে বাচ্চারা। নতুন ড্রেসের বায়না করে মায়ের কাছে কিন্ত সেই বায়না মেটে না। স্বাধীনতা দিবসে ঠিক এইরকম বাচ্চাদের মুখে হাসি ফোটাতে অঙ্কুর নামক এক স্বেচ্ছাসেবী দল আজ হাজির হন বাঁকুড়া জেলার শবর অধিবাসী উপজাতি এলাকায়।
রানিবাঁধ, সুতান ও মুকুটমনিপুর এলাকায় ঘুরে ঘুরে কচিকাঁচাদের জন্য বই ,খাতা,পেন্সিল সহ বিস্কুট ইত্যাদি নিয়ে আজ পৌঁছান টিম অঙ্কুরের সদস্যরা । স্বাধীনতা দিবসে ভালোবাসা বিতরণ করেন তারা ৫০ টি বাচ্চাদের মাঝে। অঙ্কুরের তরফে মাজহারুল মন্ডল ও নঈম জানান, সরকারের একার পক্ষ থেকে প্রত্যন্ত এই সব অঞ্চলের সব জায়গায় সবসময় পৌঁছানো সম্ভব হয় না একজন দায়বদ্ধ নাগরিক হিসেবে আমরা যতটুকু করবার চেষ্টা করেছি মাত্র , ভবিষ্যৎ-এ আরও মানুষকে আমাদের পাশে এভাবেই পাবো, যারা তাদের নিজেদের এলাকায় হতদরিদ্রের পাশে দাঁড়াতে চান, নিজের অঞ্চলে এই সব সামাজিক কাজ করতে চান সেই আশায় আছে অঙ্কুর।