নিউজপিডিয়া ডেস্কঃ অবশেষে দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষার অবসান! ২০১৯ সালের আগস্টের পর শুক্রবার জম্মু-কাশ্মীরে চালু হল 4G মোবাইল ইন্টারনেট পরিষেবা। গতকাল, শুক্রবার বর্তমান প্রশাসনের মুখপাত্র রোহিত কানসল টুইটে এই ঘোষণা করেন। এর ফলে বেশ খুশি জম্মু-কাশ্মীরের মানুষ। দেড় বছর পর আবার পুরোনো ছন্দ ফিরেছে সেখানে।

এই খবরের পরই টুইটে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, “4G মুবারক। অবশেষে ২০১৯ সালের আগস্টের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে চালু হলে 4G মোবাইল পরিষেবা। না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো।” ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কের ঝড়ের সৃষ্টি হলেও তা কোনও ভাবেই কার্যকর হয়নি। জঙ্গি হানায় জেরবার কাশ্মীর আরও মৃতপ্রায় হয়ে উঠছিল।
4G Mubarak! For the first time since Aug 2019 all of J&K will have 4G mobile data. Better late than never.
— Omar Abdullah (@OmarAbdullah) February 5, 2021
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওযা হয়েছিল জম্মু-কাশ্মীরে। মাঝে চালু হলেও তা ছিল 2G পরিষেবা। তবে গত বছরই কাশ্মীরের গান্দেরওয়াল ও জম্মুর উধমপুরে 4G মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হলেও। বাকি জায়গায় শুক্রবার থেকে মিলছে এই 4G পরিষেবা। ফলে স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার বইছে জম্মু-কাশ্মীরে।