নুর হোসেন, কোচবিহার: হু হু করে বাড়ছে তোর্সা নদীর জল। হঠাৎ করেই নদীর জল ফুলে ফেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর চর সংলগ্ন এলাকার মানুষ। স্থানীয়রা জানান, সোমবার রাত ৮ টা থেকে তোর্সা নদীর জল বাড়ে। কিছুক্ষণের মধ্যেই শান্ত তোর্সা অশান্ত হয়ে ওঠে। প্রতি বছরই বর্ষার সময় তোর্সা নদীর জল বেড়ে ওঠে। গত দুদিনের বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠেছে নদীর জল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন থেকে কোচবিহার জেলা জুড়ে বৃষ্টি হয়। তারপর থেকে ক্রমাগত নদীর জল বেড়েই চলেছে। অনেকে মনে করছেন ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জল বেড়েছে নদীগুলিতে।
এতটাই জল বেড়ে যাচ্ছে যে নদীর চর
কোচবিহারের ফাঁসিরঘাটে বহু বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছে। অসহায় মানুষ আশ্রয় নিচ্ছেন বাঁধের উপর। ২০ টির বেশি বাড়ি তলিয়ে গেছে নদী গর্ভে। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সদর মহকুমাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্যে করার আশ্বাস দেওয়া হয়েছে।