
হযরত উমর, কালিয়াচক : করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্বজুড়ে। সর্বত্র লকডাউন চলছে, সমাজের সর্বশ্রেণীর মানুষদের জনজীবন স্তব্ধ। অনেকের একমুঠো খাবার জুটেনা, অনেকে আবার লোকের কাছে খাবার চাইতে না পারায় আত্মহত্যার পথেও এগিয়ে যাচ্ছে। সমাজের কিছু মানুষ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এহেন সময় শুধু পুরুষদের নয়, মহিলাদেরকেও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে।
আজ মালদা জেলার জামায়াতে ইসলামী হিন্দের কালিয়াচকের মহিলা শাখা উদ্যোগ নিয়ে হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রায় ৪০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, মুড়ি তুলে দিল।