
কলকাতা, ১ মে : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক চিকিৎসকের। নিহত চিকিৎসক পৌলমি সাহা আত্মহত্যা করেছেন বলে অনুমান। সহপাঠীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি অবসাদে ভুগছিলেন।
কয়েকদিন যাবৎ হাসপাতালের ফ্লু ক্লিনিকে দায়িত্বরত ছিলেন তিনি। যেখানে করোনা রোগীকে প্রাথমিক ভাবে শনাক্ত করা হয়। শুক্রবারও সেখানেই দায়িত্বে ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক। সকালে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎই ক্যাজুয়ালটি ব্লকের সবচেয়ে ওপরের তলা থেকে ঝাঁপ দেন বছর ২৫-এর ওই চিকিৎসক। পড়েন ইমার্জেন্সি ওয়ার্ডের কার্নিশে। শব্দ পেয়ে অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা গিয়ে দেখেন যে মৃত্যু হয়েছে তাঁর।
হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে কর্মরত পৌলমী বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে মনে করছেন সহকর্মীদের একাংশ। তবে ফ্লু ক্লিনিকে দায়িত্ব পালনে মানসিক চাপ কাজ করে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই।
পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে।