বিহির আলম, দিনহাটা: বোনের জন্মদিন উপলক্ষে দিনের বেলা সাধারন মানুষকে মাস্ক বিলি ও ভবঘুরেদের রাতের খাবার দিলো দিনহাটার ১৬নং ওয়ার্ডের যুবক রোহিত ইসলাম। নিজের বোনের জন্মদিনটা কিছু না কিছু অভিনব ভাবে পালন করেন প্রতি বছরই।
আজ দুপুরে দিনহাটা হাসপাতাল চত্ত্বর ও আশেপাশে সাধারন মানুষদের মাঝে মাস্ক বিলি করা হয় ও রাতে দিনহাটায় ভবঘুরেদের রাতের খাবার দেওয়া হয়। আজকের সামাজিক সেবা মূলক কাজে সহযোগীতা করেছেন তাঁর বন্ধু দীপক, কুন্তল, বিহির ও আরো পরিবারের সদস্যরা।

এই ব্যাপারে রোহিত ইসলাম বলেন, “শুধু বোনের জন্মদিন না আমরা প্রতিদিনই মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেই, সেই সাথে নিয়মিত রোজ রাতে দিনহাটার ভবঘুরে দের রাতের খাবার তুলে দেই।”
সেই সাথে সাহায্য করতে পারে এমন ব্যক্তিদের এই লকডাউনে অসহায় দের পাশে দাঁড়ানো আবেদন করেন তিনি।