নুর হোসেন, কোচবিহার: কোচবিহার শহর সংলগ্ন তোর্ষায় তলিয়ে মৃত্যু হল টিপু সুলতান নামে এক যুবকের। মঙ্গলবার এই ঘটনায় তোর্ষার চর সংলগ্ন রানী বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে বাজি ধরে তোর্সা নদী পার হতে গিয়ে প্রাণ হারালেন স্থানীয় বাসিন্দা টিপু সুলতান। পেশায় ওই যুবক মিস্ত্রি ছিলেন। তোর্ষার চর সংলগ্ন রানী বাগান এলাকায় মৃত যুবকের বাড়ি। ওই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে।