জলপাইগুড়ি, ৪ জুলাই: প্রেমে প্রত্যাখাত হয়ে বাড়ির সকলকে খুনের চেষ্টা করল যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ায়।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত ৯ টা নাগাদ জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ার এক শিক্ষকের বাড়িতে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলেই ওই শিক্ষক দেখতে পান মাস্ক, গ্ল্যাভস পরিহিত এক যুবককে। কিছু জিজ্ঞাসাবাদ করার পূর্বেই ওই শিক্ষকের উপর ছুরিকাঘাত করে যুবক। বাবাকে বাঁচাতে আসলে মেয়েও গুরুতরভাবে আহত হন। মেয়ের মায়ের ক্ষেত্রেও একই পরিণতি হয়।
পরবর্তীতে চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাদের সহায়তায় ওই যুবককে পাকরাও করে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়।
আহতদের নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ওই যুবতীর মাকে ছেড়ে দেওয়া হয়। শিক্ষক ও তার মেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, ওই শিক্ষকের বাড়িতে বেশ কয়েক বছর আগে প্রাইভেট টিউশন পড়তে আসতেন ওই যুবক। শিক্ষকের মেয়েকে খুব পছন্দ হওয়ায় প্রেম নিবেদন করে। প্রেমে প্রত্যাখাত হয়ে ওই যুবক এমন কাজ করেছেন বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় বাসিন্দা ঈশিতা দাস জানান, আমরা ভাবতেই পারছি না জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটল। ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম সুজয় শাহ। বাড়ি জলপাইগুড়ির কোরানিপাড়া এলাকায়। প্রেমে সাড়া না পেয়ে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ইতিমধ্যেই আক্রান্তদের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ।