নিউজপিডিয়া ডেস্ক: জমি নিয়ে বিবাদ, তার জেরেই খুন হলেন এক যুবক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রে কোপানোর পরেও মৃত্যু নিশ্চিত করতে বোমা মারা হয়। ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল। তবে কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মালদা জেলার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামের বাসিন্দা মোস্তাফা হোসেনকে (৩০) বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাছাকাছি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে মারা হয় তাকে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার মূল অভিযুক্ত হাবিবুর রহমান এবং আরও ৬ দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়েছে। জানা গেছে মৃত ব্যক্তি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।
মৃতের পরিবার জানিয়েছে, ৩ কাঠা জমি নিয়ে মোস্তাফা হোসেনের সঙ্গে হবিবুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। তার জেরেই বৃহস্পতিবার ভোরবেলা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় মোস্তফা হোসেনকে। অভিযুক্ত হবিবুর রহমান কংগ্রেস আশ্রিত বলে জানায় পরিবারটি।
স্থানীয় কংগ্রেস বিধায়ক আলবিরুনি জুলকারনাইন বলেন, “জমি বিবাদের জেরে মর্মান্তিক ঘটনাটি পারিবারিক। এর আগেও সেই বিবাদ থানা পর্যন্ত গড়িয়েছিল। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শাসকদল কংগ্রেসকে বদনাম করতে চক্রান্ত করছে। গোষ্ঠী দ্বন্দ্বের কারণেও এমন ঘটনা ঘটতে পারে। সঠিক তদন্তেই সত্য প্রকাশ হবে।”
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবার ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।