সোমনাথ দত্ত, মালবাজার: তিস্তা নদীর জলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলো মানিক রায়(৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েত এলাকার সাহেববাড়িতে।

স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে তলিয়ে যাওয়া যুবক ও তার কয়েকজন বন্ধু মিলে তিস্তা নদীতে কাঠ সংগ্রহ করতে নামলে হটাৎই নদীর জল ও স্রোত বেড়ে যায়। সেই সময় বাকিরা কোনোরকমে সাঁতরে পারে উঠলেও মনোজ জলের স্রোতে তলিয়ে যায়। গ্রামবাসীরা নৌকা নিয়ে খোঁজ শুরু করে ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ তারাও গ্রামবাসীদের সাথে যুবকের খোঁজ শুরু করে।

ইতিমধ্যে দুদিন পেরিয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের খোঁজ না পাওয়ায় এলাকার মানুষ ও যুবকের পরিবারের চিন্তার মধ্যে রয়েছেন। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বাবা রয়েছেন। এ প্রসঙ্গে ক্রান্তি ফাঁড়ির ওসি দিলীপ সরকার বলেন পুলিশের একটি দল যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।