রবিউল হোসেন: ব্রিটেনের প্রভাবশালী রাজ পরিবার ছেড়ে কানাডায় বসবাসরত প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের মনে আপাতত এতটুকুও শান্তি নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রাজপরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপাতত একাকিত্বে ভুগছেন হ্যারি। অপরদিকে লজ অ্যাঞ্জেলেস এ নিজের বাড়িতে নিজের সম্পর্কের ব্যাপারে মানিয়ে নিতে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে মেগানকে।
আর এক ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে মিরর জানিয়েছে, বর্তমানে তারা প্রায় ১৮ মিলিয়ন ডলারের একটি বড়ো অট্টালিকায় অবস্থান করছেন। কিন্তু হ্যারি ও মেগাণের জীবন কাটছে অনেকটা অবসাদের মধ্য দিয়ে। মেগান ইদানিংকালে অনেকটা চুপসে গেছেন। নাম প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে এক বিশেষ সূত্র জানায়, ‘আমার মনে হয় মেগান খুবই মানসিক বিষণ্নতায় ভুগছেন এবং নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছেন।’ অন্যদিকে প্রিন্স হ্যারি গত মাসে নিজের ভাইয়ের জন্মদিনে থাকতে পারেননি বলেও হয়তো তার মধ্যে কষ্ট দানা বেঁধেছে।
মূলত রাজপরিবারের বাঁধাধরা নিয়মের বাইরে একটা সাদামাটা জীবনযাপন করতে ছেয়েছিলেন এই দম্পতি। তাই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। প্রিন্স পরিবারের প্রতি সংবাদমাধ্যমের দৃষ্টি এড়িয়ে তারা চেয়েছিলেন স্বাধীনভাবে জীবন উপভোগ করতে। কিন্তু বর্তমানে এর দরুণ তারা চরম একাকিত্বে ভুগছেন।