কলকাতা, ২৮ জুন: গত দু’দিন আগেই রাজ্য সরকার নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছিলেন কলকাতায় গণ পরিবহন সচল করতে ভাড়া বাড়িয়ে মানুষের ওপর চাপ বাড়াতে রাজি নয় সরকার। পরিবর্তে বেসরকারি বাসগুলির জন্য ১৫০০ টাকা করে ভর্তুকি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মততা বন্দোপাধ্যায়।
এদিকে, রবিবার জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে আগামীকাল থেকে রাজ্য জুড়ে বাস পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকেরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি করেছেন তারা।
তবে, মিনিবাস সমন্বয় সমিতির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও বাস মালিক চাইলে তিনি বাস নামাতেই পারেন। এই পরিস্থিতিতে সোমবারই পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবে বেশ কয়েকটি বাস মালিকদের সংগঠন। সেই বৈঠকে কোন সমাধানসূত্র পাওয়া যায় কিনা, সেটাই এখন দেখার।