নিউজপিডিয়া ডেস্কঃ আসন্ন বাংলার নির্বাচন। আর তার আগেই পাল্লা দিয়ে চলছে দলবদলের খেলা। এবার খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নামেই দলবদলের পোস্টার দেখা গেল তাঁর গড় মুর্শিদাবাদে। আর এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
“খবর এটাই তলে তলে, অধীর এখন পদ্মের দলে।” রবিবার সকালে মুর্শিদাবাদের সামশের গঞ্জ থানার এলাকায় এমনই পোস্টার দেখা গেল। তারপর থেকেই পোস্টার ঘিরে বাম-কংগ্রেসে মধ্যে শুরু হয়েছে দোষারোপের খেলা। যদিও এ ব্যাপারে অধীররঞ্জন চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই পোস্টারের পিছনে কে বা কার রয়েছে তাও জানা যায় নি।
ভোটের আগেই এমন পোস্টারে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। তবে কী এবার সত্যিই কোনও দলবদল ঘটতে চলেছে কংগ্রেসের অন্দরে! কংগ্রেসের এমনিই ভরাডুবি অবস্থা। ফলে অধীরের মতো হেভিওয়েট নেতাও যদি হাতছাড়া হয়ে যায় তবে সত্যিই চিন্তার ভাঁজ পড়বে কংগ্রেস হাইকম্যান্ডের কপালে।