
দ্য থার্ড আই ডেস্ক : শুরু হতে চলেছে রমজান মাস। পুরো বিশ্বের প্রায় দু’শ কোটি মুসলিমের কাছে এই মাস পবিত্র। রমজান মানে আনন্দের, রমজান মানে পরিবারের সাথে কাটানোর মাস। সারাদিন না খেয়ে একসাথে ‘ইফতার’ করা, রাতে ‘তারাবিহ’র নামাজ পড়া। হরেকরকম ফলমূল, খাওয়ারের সাজে বাজারগুলোও সেজে ওঠে এই মাসে। কিন্তু পুরো বিশ্বে করোনার আবহে এবছরের রমজান আলাদা। মসজিদের দ্বার বন্ধ, বন্ধ জনসমাগম। লকডাউনের জন্য ঘরে বসেই পালন করতে হবে এবছরের পবিত্র রমজান। ঠিক এই বার্তা নিয়েই হাজির হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কোভিড-১৯ মোকাবিলায় জাস্টিন ট্রুডোর ভূমিকা প্রসংশিত হচ্ছে বিশ্ব জুড়ে। আজ জারি করা একটি ভিডিও বার্তায় তিনি কানাডার মুসলিমদের বাড়িতে থেকে রমজান পালন করার আবেদন জানিয়েছেন। মসজিদে বা কমিউনিটি সেন্টারে ইফতার না করে বাড়িতে বসে ইফতার করতে এবং সপ্তাহে একদিন বা তারও কম বাজার করার জন্য বলেছেন তিনি। প্রয়োজনে অনলাইনে পরিবারের বা বন্ধুদের সাথে ইফতারে সামিল হতে বলেছেন। তিনি বলেছেন, “পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই সমস্ত মুসলিমদের যারা বাড়িতে বসে রমজান পালন করছেন। বাড়িতে থেকে অনলাইনে ভার্চুয়ালি একে অপরের সাথে যুক্ত হয়ে আমরা ইসলামের সহানুভূতিশীলতা, শান্তি, পরোপকারীতা- এই আদর্শগুলিকে সম্মান জানাতে পারি।” দেশ গঠনে কানাডার মুসলিমদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন তিনি। ‘কানাডিয়ান মুসলিম রেসপন্স’, ‘ইসলামিক রিলিফ’ প্রভৃতি মুসলিম সংস্থার সমাজসেবামূলক কাজের ভূয়ষী প্রসংশা করেন তিনি। যে সমস্ত সামনের সারির কর্মীরা এই জরুরিকালীন সময়ে রোজা রেখে দেশসেবায় নিযুক্ত আছেন তাঁদের প্রতি সরকারের যত্নবান হওয়ার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, “একে অপরের সাহায্য করার মাধ্যমে আমরা সামগ্রিক আশার আলো দেখতে পাবো।”
সর্বশেষে নিজের পরিবার এবং স্ত্রী সোফি’র পক্ষ থেকে তাঁর মুখে শোনা যায় “রমজান মুবারক।”
গতকাল এরকমই একটি ভিডিও বার্তা জারি করেন।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।