বিশেষ প্রতিনিধি, বালুরঘাট: গ্রিন জোনে থাকা দক্ষিণ দিনাজপুর আর রক্ষা পেলনা। মারণ ভাইরাস করোনা এবার থাবা বসাল এই জেলায়। জেলার তিনজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একইসঙ্গে এদিন উত্তর দিনাজপুরে আরও তিনজনের শরীরে সন্ধান মিলেছে এই ভাইরাসের।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে যে ৬৭৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে ৬টি রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের মধ্যে তিনজন দক্ষিণ দিনাজপুরের এবং তিনজন উত্তর দিনাজপুরের বাসিন্দা।
দক্ষিণ দিনাজপুরের তিনজনই কুশমন্ডি ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলেই পরিযায়ী শ্রমিক এবং ভিনরাজ্য থেকে ফেরত আসার পর তাঁদের সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। শনিবার রিপোর্ট আসার পর তাঁদেরকে পৃথকভাবে মালদা এবং রায়গঞ্জ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি। শেষ খবর পাওয়া অব্দি জেলা প্রশাসন থেকে কোনো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘিতে একজন করে মোট তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর আগে উত্তর দিনাজপুরে ৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।