নিউজপিডিয়া ডেস্ক : জেলার কোনো করোনা টেস্টের জন্য আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দিকে তাকিয়ে থাকতে হবে না,এবার থেকে কোচবিহার জেলার যে কোনো নমুনা করোনা টেস্ট এবার জেলার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালেই হবে, বলে জানালেন জেলা শাসক পবন কাদিয়ান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা হাসপাতালে করোনা টেস্টের জন্য ট্রুইনাট ল্যাব এর প্রস্তুত প্রায় তুঙ্গে ।জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যে সমস্ত মেশিন স্থাপিত সম্পন্ন হয়েছে। কিছু চূড়ান্ত কার্যদর্শন,ও বাকি বিষয়ের উপর কাজ চলছে। এক সপ্তাহের মধ্যই জেলায় করোনা টেস্টের জন্য তৈরি হচ্ছি।