
দ্য থার্ড আই ডেস্ক : বর্তমানে গোটা দেশে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য লকডাউন রয়েছে। আর এই লকডাউন থাকার কারণেই দেশে অনেকেই খাদ্য সংকটের মুখে পড়েছে। লকডাউন এর মধ্যে যাতে খাবারের অভাব না হয় সেই কারণে এবার থেকে রেশনে বিনামূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্য খাদ্যসাথী যোজনা-১ (আরকেএসওয়াই-১) অন্তর্ভুক্ত গ্রাহকরা কার্ডপিছু ২ কেজি চাল ও ৩ কেজি গমের পরিবর্তে বিনামূল্যে কার্ডপিছু ৫ কেজি করে চাল পাবেন। এছাড়া রাজ্য খাদ্যসাথী যোজনা-২ (আরকেএসওয়াই-২) অন্তর্ভুক্ত গ্রাহকরাও কার্ডপিছু ১ কেজি চাল ও ১ কেজি গমের পরিবর্তে বিনামূল্যে ৫ কেজি করে চাল পাবেন।
নতুন বিজ্ঞপ্তি অনুসারে, যাঁরা এপ্রিল মাস থেকে এই দুটি প্রকল্পের আওতায় চাল ও গম পেতেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এখন দুই প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রাহকদের গম দেওযা হবে না। ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস এই প্রকল্প চালু থাকবে বলে খাদ্য সরবরাহ দপ্তরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকির জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া গ্রাহকরা একেবারে একমাসের রেশন তুলে নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন নির্দেশিকার ফলে আরও অন্তত দেড় লক্ষ গ্রাহক বিনামূল্যে চাল পাবেন। সব মিলিয়ে রাজ্যে বিনামূল্যে চাল পাবেন প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
দেশ লকডাউন এর ফলে যে সমস্ত গরীব মানুষরা সমস্যায় পড়েছেন তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানানো হয়েছে। লকডাউন এরপর মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন যে গরিবদের দু টাকা কেজি চাল ও তিন টাকা কেজি গম দেওয়া হবে। কিন্তু এরপরেও রেশন ব্যবস্থা নিয়ে বিরোধীরা বারবারই অভিযোগ করেছেন। এরপরই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন গরিবদের পাশাপাশি রাজ্যের সকল মানুষের মাথাপিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হবে।
আগে রেশন দোকানে চালের সঙ্গে গম দেওয়া হলেও অনেকেই গম নিতে অস্বীকার করছেন। সেই দিক মাথায় রেখেই এবার থেকে সকলকেই গম এর পরিবর্তে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের ৯ কোটি ৯১ লক্ষ মানুষ যাদের ডিজিটাল রেশন কার্ড আছে তাঁদের সকলকেই মাথা পিছু ৫ কেজি করে চাল দেওয়া হবে আগামী মে মাস থেকে। রাজ্যের মানুষ মে মাস থেকে আগামী তিন মাস পর্যন্ত এই পরিষেবা পাবেন বলে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য খাদ্য দফতর।