বিহির আলম, কোচবিহার: কোচবিহার ১নং ব্লকের মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি এলাকায় আজ, শুক্রবার সন্ধায় অজানা প্রাণীর পায়ের ছাপ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এটি বাঘের পায়ের ছাপ। দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের লোকজন ঘটনাস্থলে এসে তদন্ত করছে। প্রসঙ্গত, দুইদিন আগে এলাকায় বাইসনের হামলা, তারপর গতকালকেই বাঘমারা গ্রামে ধরা পড়ে একটি চিতাবাঘ।
সন্ধ্যায় এই আতঙ্কের মধ্যেই রাত ৮টার দিকে স্থানীয় ধর্মের বাজারে পথ চলতি এক ব্যক্তির গায়ে ঝাঁপিয়ে পড়ে ওই প্রাণীটি। যদিও, বাঘ না কি সেটা নিশ্চিত ভাবে জানাতে পারেনি ওই ব্যক্তি। বনদপ্তরের থেকে এলাকায় খাঁচা পাতা হয়েছে, সেই সঙ্গে স্থানীয় মানুষদের সতর্কভাবে থাকার অনুরোধ করেন তারা।