সুকুমার দাস, বজবজ: ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু গ্রাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাথরপ্রতিমার বেশ কয়েকটি গ্রাম। তাই তাঁদের কথা মাথায় রেখেই বজবজের ” স্বপ্ন ” ও লেট গৌরীশঙ্কর সাউ চ্যারিটেবল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে দুঃস্থ অসহায় পরিবারের হাতে দৈনন্দিন খাদ্য সামগ্রী তুলে দিলেন ” স্বপ্ন ” এর কর্ণধার সরিতা দাসপাল এবং লেট গৌরীশঙ্কর সাউ চ্যারিটেবল ট্রাস্ট এর কর্ণধার সঞ্জয় সাউ। এদিন প্রায় ১৫০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী।
দীর্ঘ ১৪ বছর ধরে অ্যান্টি ট্রাফিকিং এর উপর কাজ করে আসছে এই ” স্বপ্ন ” নামক স্বেচ্ছাসেবী সংস্থা। মূলতঃ নারী পাচার ও তাঁদের রেস্কিউ এর উপর এরা কাজ করে বলে সূত্রের খবর। পাশাপাশি ” রামধনু ” নামে একটি চাইল্ড কেয়ার সেন্টারের কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। নারী পাচার রুখতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষিত ” স্বয়ংসিদ্ধা ” প্রকল্পের সাথেও এরা যুক্ত থেকে প্রশাসনের সাথে হাতে হাত রেখে কাজ করে আসছে।
” স্বপ্ন ” স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সরিতা দাসপাল বলেন, এই লকডাউনে এমনিতেই দুঃস্থ অসহায় মানুষেরা অসুবিধার মধ্যে পরেছে। তার মধ্যে এই যশ ঘুর্ণিঝড়ের ফলে অনেকটাই বিপদ্গ্রস্থ বহু পরিবার। তাঁদের পাশে থেকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা। আগামীদিনে আরো বেশি করে সাহায্যের হাত যাতে বাড়িয়ে দিতে পারি সেই চেষ্টা করব। অন্যদিকে লেট গৌরীশঙ্কর সাউ চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সঞ্জয় সাউ বলেন, আমার স্বর্গীয় পিতা গৌরীশঙ্কর সাউ এর ইচ্ছা ছিল অসহায় ও দুঃস্থ মানুষের জন্য কিছু করার। কিন্তু তিনি সেইভাবে কিছু করার সুযোগ পাননি। তাই আমার পিতার সেই বাসনাকে পূর্ণ করার জন্য আমার এই স্বেচ্ছাসেবী সংস্থা করে মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস মাত্র। আর আমার এই কাজে আমার বন্ধুবর কৌশিক দাস ও সরিতা দাসকে পাশে পেয়ে আমি খুব খুশি।