নিউজপিডিয়া ডেস্ক: করোনা আবহে আরও এক অমানবিকতার চিত্র দেখা গেল বেঙ্গালুরুতে। পর পর তিন হাসপাতাল ঘুরলেও মেলেনি কোথাও চিকিৎসা। এরপর অটোর মধ্যেই প্রসব হয় এক তরুণীর। কিন্তু চিকিৎসার অভাবে মারা যায় সদ্যোজাত।
জানা গিয়েছে, সোমবার রাত ৩ টায় প্রসব যন্ত্রণা ওঠে ওই তরুণীর। অ্যাম্বুলেন্স না পেয়ে অটো-তে করেই শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বেড নেই বলে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ভিক্টোরিয়া হাসপাতাল ও কেসি হাসপাতালে নিয়ে গেলেও একই কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর অটোতেই প্রসব হয়ে যায় তরুণীর। চিকিৎসা না পেয়ে অটোতেই মারা যায় সদ্যোজাতটি।
এই ঘটনার পরই ক্ষোভের আগুন জ্বলছে বেঙালুরু জুড়ে। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সংশ্লিষ্ট হাসপাতাল গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন