নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: সীমান্তে ভারত-চিন সংঘর্ষের দরুন আইপিএলের নির্ধারিত স্পনসর ভিভো কে চলতি বছরের আইপিএলের সমস্ত কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া হয়। এর ফলে, একাধিক সংস্হা এই বছরের আইপিএলে গাঁটছড়া বাঁধতে আসরে নামে। তবে, সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে আইপিএলের ১৩ তম সিজিনের মূল স্পনসর রূপে উঠে এসেছে ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ১১। টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রজেশ প্যাটেল মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছেন।
আইপিএল চেয়ারম্যান প্যাটেল এএনআইকে বলেছেন, “ড্রিম ১১ ভারতীয় রুপি ২২২ কোটির বিনিময়ে এই অধিকার পেয়েছে। গত ১০ই আগষ্ট, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলে নতুন স্পনসরের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বছরের আসর ১৯ সেপ্টেম্বরের থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আমিরশাহির দুবাই, আবুধাবি, শারজাহ মূলত এই তিনটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতীয় সময় ৩.৩০ এবং ৭.৩০ এ।