রেজাউল হক, ফালাকাটা: আজ বিকেল ২টা৩০ মিনিট নাগাদ দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ ঘটে । ঘটনাটি ঘটেছে জঠেশ্বর লাগোয়া সরুগাও এলাকায়। দুটি বাইক এ তিনজন ব্যাক্তি ছিল। তাদের মধ্যে এক বাইক ওয়ালার বাড়ি প্রমোদ নগর বলে জানা যায়। অন্য বাইক এ দুইজন ব্যাক্তি ছিল তারা সরুগাও এলাকারই বাসিন্দা।
সংঘর্ষের শব্দ শুনে সাথে সাথে অনেক মানুষ ছুটে আসে ঘটনাস্থলে । এসে তিন জনকেই পরে থাকা অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। সেখান থেকে তিন জনকেই ফালাকাটা সুপার স্পেশালিটিতে পাঠিয়ে দেন গ্রামবাসীরা । তিনজনই গুরুতর জখম হয়েছেন ।