সোমনাথ দত্ত,মালবাজার: মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল এলাকার তিনটি দোকান, সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় নব নির্মিত ট্রাফিক সিগন্যাল খুঁটি। ট্রাফিক সিগন্যালের খুঁটিতে লাগানো তার রাস্তায় ছিঁড়ে পড়ে সাধারণ মানুষের চলার পথে অসুবিধার সৃষ্টি করে। ক্ষুব্ধ দোকানীরা ঘাতক ট্রাকটিকে আটকে মালবাজার থানার পুলিশকে খবর পাঠায়।
প্রসঙ্গত জানা গেছে, সোমবার দুপুরের দিকে মালবাজার থেকে একটি ট্রাক ৩১ নং জাতীয় সড়ক থেকে নেমে রাজ্য সড়ক ধরে ক্রান্তির দিকে যাচ্ছিলো। সেই সময় রাস্তার ওপরে বেশ কয়েকটি তারের সাথে ট্রাকটির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সমস্ত তার ছিরে পরে এবং আশেপাশের তিনটি দোকান এবং ট্রাফিক সিগন্যালের খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। ছিড়ে যায় এলাকার কেবল চ্যানেলের তারও। এরপরই স্থানীয় মানুষজন আটকে দেয় ট্রাকটিকে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী কৃষ্ণ রায় ক্ষতিপূরণের দাবী করেছেন। বর্তমানে রাস্তার ওপরেই ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে অজস্র তার। ট্রাকটি রাস্তার উপর দাড়িয়ে থাকায় মানুষ ও যানবাহনের চলাচলের অসুবিধার সৃষ্টি হয়।