সোমনাথ দত্ত, মালবাজার: শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত রেডব্যাঙ্ক চা বাগান সংলগ্ন ৩১ সি জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দূর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো তিন যুবকের। বানারহাট থানা সুত্রে জানা যায়, তিন মৃত যুবক বানারহাট থানা এলাকার আমবাড়ি চা বাগানের বাসিন্দা। মৃত যুবকদের নাম শানু প্রধান(২৮), জয় গুরুং (২৩) ও গৌরভ কুমাল (৩০)। প্রত্যেকেই আমবাড়ী চা বাগানের আপার লাইনের বাসিন্দা।স্থানীয় সুত্রে জানাযায়, “শুক্রবার রাত সাড়ে এগারটা নাগাদ মোটর বাইকে করে আমবাড়ী চা বাগানে বাড়ি ফিরবার সময় রেড ব্যাংক চা বাগানের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে বাইক টি। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। রাতেই বানারহাট,থানার পুলিশ মৃতদেহ এবং গাড়ি দুটিকে উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে । মৃতদেহ তিনটি ময়না তদন্তের জন্য এদিন সকালে জলপাইগুড়ি পাঠানো হয়েছে বলে বানারহাট পুলিশ সুত্রে জানাগেছে।