জলপাইগুড়ি, ২১ আগস্ট: জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হল তিন যুবককে। জানা যায়, ওই যুবতী গত ১০ আগস্ট থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যেরা ওই যুবতীর খোঁজ না পাওয়ায় রাজগঞ্জ থানায় অভিযোগ জানায়। পরবর্তীতে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।
তদন্তে নেমে পুলিশ প্রথমে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে খোঁজ পাওয়া যায় অপর দুজন ধৃতের। তাদের জেরা করে জানা যায়, তারা একাধিকবার ওই যুবতী-কে ধর্ষণ করে খুন করে। ১৫-ই আগস্ট তারা ওই যুবতীকে প্রধানপাড়ার একটি সেফটিক ট্যাঙ্কে ফেলে দেয়।
অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে বৃহস্পতিবার রাতে ওই যুবতীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার জেরে ভেঙে পড়েছে ওই যুবতীর পরিবার। যদিও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও জলপাইগুড়ি জেলার এসসি-এসটি-ওবিসি-র সভাপতি কৃষ্ণ দাস ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের শুক্রবার জেলা আদালতে পেশ করা হবে। জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে।