জলপাইগুড়ি, ৭ আগস্ট: বুধবার ভূমিপুজো নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বাদ যায়নি জেলা জলপাইগুড়িও। এইদিন রাজ্যজুড়ে লকডাউন থাকায় জলপাইগুড়ির একাধিক স্থানে রামপুজো বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। এমনকি বহু স্থানে পুজো কমিটির সঙ্গে বচসাও শুরু হয় পুলিশ প্রশাসনের।
তাই জলপাইগুড়িতে ফের রাম পুজোয় মেতে উঠলেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি পুর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের শিরিষতলায় রামের পুজো পালন করলেন বিজেপি কর্মীরা। এইদিন ভগবান রামের ছবিতে পুজো সহ ২০১টি মোমবাতি ও ২০১টি প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি দলীয় কর্মীদের তরফে লাড্ডুও বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বুধবার-ই পুজোর আয়োজন করা হয়েছিল এখানে। তবে, প্রশাসনের কড়া টহলদারির জন্য সেই পুজো সম্পন্ন হল বৃহস্পতিবার রাতে।
বিজেপির জলপাইগুড়ি টাউনের ভাইস প্রেসিডেন্ট ভরত অধিকারী বলেন, “বুধবার পুলিশ আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়ে বহু জায়গায় পুজো বন্ধ করে দিয়েছে। ফলে আমরা বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার পুজো করতে বাধ্য হয়েছি।”
এই পরিপ্রেক্ষিতে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় উত্তেজনা ছড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে, তা হতে দেওয়া যাবে না।