মোশাররাফ চৌধুরী: এনিয়ে সপ্তাহে দ্বিতীয়বার, সেই সুন্দরবন। মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় আবারও মৃত্যু হল গোষ্ঠ নাইয়া নামের এক মৎস্যজীবীর। বছর ছত্রিশের ওই ব্যক্তি কুলতলি থানার দেউলবাড়ি গ্রামের বাসিন্দা। শনিবার সকাল সকাল মোট ৪ জনের মৎসজীবীর দলে তিনিও জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই তার ওপর অতর্কিতে আক্রমণ চালায় পূর্ন বয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের সঙ্গে কিছুক্ষণ লড়াই করেও বাকি মৎস্যজীবীরা তাঁকে উদ্ধার করেন, তবে প্রাণে বাঁচাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোষ্ঠ সহ ৪ জন মিলে চিতুরির জঙ্গলের কাছে মাছ ধরছিলেন। সেইসময় হঠাৎ করে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে গোষ্ঠর ঘাড় কামড়ে ধরে। ওইভাবেই তাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। তখন লাঠি ও বৈঠা নিয়ে আক্রমণ করেন দলের অপর মৎস্যজীবীরা। লড়াইয়ে হার মেনে বাঘটি গোষ্ঠবাবুকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। গোষ্ঠ নাইয়াকে উদ্ধার করে গ্রামে ফেরার পথে নৌকাতেই প্রাণ হারান গোষ্ঠ নাইয়া।