নিউজপিডিয়া ডেস্ক, ৬ জুলাইঃ তৃণমূল- বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া লাগোয়া হালিশহর। রবিবার রাতে এক কর্মসূচিতে যোগ দিয়ে হামলার শিকার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বারাকপুরের বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তাঁরই প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে। এদিনের সংঘর্ষে গুলি, বোমা চলে বলেও অভিযোগ। তবে বিজেপির তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা। তাঁদের পাল্টা দাবি, বিজেপি সমর্থকরা তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায়।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হালিশহরের এক বাড়িতে বৈঠক করছিলেন অর্জুন সিং। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে সভায় আলোচনা চলছিল। তৃণমূল নেতা সুবোধ অধিকারীও সেই সময় ওই এলাকা দিয়ে ফিরছিলেন। সেই সময় বাইরে রাখা অর্জুন সিংয়ের গাড়ির উপর আচমকা হামলা চলে বলে অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অর্জুন সিংয়ের গাড়ি। তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দু’পক্ষের বেশ কয়েকটি মোটর বাইকও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী অর্জুন সিংকে সেখান থেকে উদ্ধার করে।

অর্জুন সিং বলেন, “তৃণমূলের কর্মী, সমর্থকরা আমাদের মোট তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে। পুলিশও আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। অশালীন ভাষায় কথা বলেছে।” তবে বিজেপির বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা সুবোধ অধিকারী জানান, তিনি ওই এলাকা দিয়ে আসার সময় বিজেপি কর্মীরা অতর্কিতে তাঁর উপর হামলা চালায়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীদের গাড়ি ভেঙেছে।

বিষয়টি নিয়ে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বলেন, ”অর্জুন সিংয়ের ডেরা ভাটপাড়া-হালিশহরে তৃণমূল নতুন করে সংগঠন সাজাচ্ছে। সুবোধকে এখানকার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাতে ভয় পেয়ে অর্জুন এবং বিজেপি কর্মীরা পরিকল্পনা করে এ ধরনের হামলা চালিয়েছে।”