তনুময় দেবনাথ, দিনহাটা: ভোটের মুখে দিনহাটায় আসছেন তৃনমূল কংগ্রেসের সাংসদ দেব ও মিমি। আগামী ১০ এপ্রিল কোচবিহার জেলায় ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট। তবে এবারের ভোটে সবথেকে নজরকড়া কেন্দ্র দিনহাটা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, বিদায়ী বিধায়ক উদয়ন গুহ ও সংযুক্ত মোর্চার বামফ্রন্টের আব্দুর রউফ। এবারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।
আগামি ৬ এপ্রিল কোচবিহারে আসছেন নরেন্দ্র মোদী। আর তার আগেই দিনহাটায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন দেব ও মিমি।
জানা গিয়েছে, ভোট প্রচারে দিনহাটায় আগামী ৩০শে মার্চ দেব, ২ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ৫ এপ্রিল মিমি আসবেন। ওই দিনগুলিতে অনেকটা বড়ো মাপের জনসভা হবে বলে জানা গিয়েছে।