উজির আলি, মালদা: টিএমসিপি ও সিপির সংঘর্ষে উত্তাল মালদহের চাঁচল কলেজ চত্বর। কলেজে বহিরাগতদের প্রবেশকে ঘিরে উত্তেজনা। হাতাহাতি থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুই-পক্ষই।
এই সংঘর্ষের ওই দুই ছাত্র সংগঠনের দুইজন সমর্থক জখম হয়েছে বলে জানা গেছে।জখমদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। কলেজের বাইরে পুলিশি টহল শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল কলেজের এদিন কয়েকজন বহিরাগত যুবক প্রবেশ করা নিয়েই গন্ডোগোলের সূত্রপাত।

চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা বাবু সরকারের অভিযোগ, ছাত্র পরিষদের নেতৃত্বে কয়েকজন বহিরাগত যুবক এদিন কলেজ প্রাঙ্গণে ঢুকে ছাত্রীদের বিরক্ত করছিল। আমরা বাধা দিলে ছাত্র পরিষদের একাংশ কর্মী সমর্থকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি নিয়ে মারধর করা হয় টিএমসিপির উপর বলে অভিযোগ বাবু সরকারের।
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ছাত্র পরিষদ। তাঁদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ চাঁচল কলেজকে ক্লাবে পরিনত করেছে।যারা পড়াশুনা করছে না তারাই কলেজে ঢুকে সময় ব্যতিত করে মেয়েদের উত্যক্ত করছে।
তারই প্রতিবাদ জানাতে এদিন কলেজে যাচ্ছিলাম। আর তারপরই আমাদের ছাত্র পরিষদের সংগঠনের কর্মীদের ওপর লাঠিসাটা নিয়ে হামলা চালানো হয়। তাতে বেশ কয়েকজন জন জখম হয়েছেন।গোটা ঘটনাটির তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।