আব্দুল লতিফ, গয়েরকাটা: জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের পক্ষ থেকে মঙ্গলবার বনবস্তিবাসী মহিলাদের সাবলম্বী করে তোলার লক্ষ্যে মুরগীর ছানা বিতরন করা হল। এদিন সংশ্লিষ্ট রেঞ্জের অন্তর্গত ৭ টি বনবস্তি এলাকার বাসিন্দাদের মধ্যে প্রায় এক হাজার মুরগির ছানা বিতরন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুট্টিমারি বিটের অফিসার কৌশিক গায়েন। মুরগির ছানা বিতরনের পাশাপাশি এদিন পশু চিকিৎসক দিয়ে সেই ছানা লালন করার প্রশিক্ষণও দেওয়া হয়। মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজ কুমার পাল বলেন, ‘বনবস্তির মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’