রবিবার অর্থাৎ আজ ভারতের ৬টি জায়গা থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পশ্চিমবঙ্গবাসীকে আংশিক সূর্যগ্রহণেই সন্তুষ্ট থাকতে হবে।
কেন্দ্রীয় সংস্থা ‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’ জানিয়েছে, উত্তরাখণ্ডের চামোলি, দেরাদুন, জোশীমঠ, হরিয়ানার কুরুক্ষেত্র, সিরসা এবং রাজস্থানের সুরাতগঢ় থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। উত্তর ভারতে সূর্যের ৯৯% ঢাকা পড়বে। আর কলকাতায় ঢাকা পড়বে ৬৫ শতাংশ এবং দার্জিলিঙে ৭০ শতাংশ।
প্রায় ৩ ঘন্টার এই বলয় গ্রাস বাংলার কোথায় কোন সময় দেখা যাবে তা দেখে নিন–
১) বহরমপুর: সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে গ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।
২) জঙ্গিপুর: গ্রহণ শুরু হবে ১০ টা ৪৫ মিনিটে। শেষ হবে ২টো ১৬ মিনিটে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৪ মিনিটে।
৩) ডোমকল: সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত। ১২ টা ৩৬ মিনিটে সূর্য সর্বাধিক ঢাকা পড়বে।
৪) বোলপুর এবং শান্তিনিকেতন: ১০ টা ৪৪ মিনিটে গ্রহণ আরম্ভ হয়ে শেষ হবে ২ টো ১৫ মিনিটে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৩ মিনিটে।
৫) বীরভূম: সকাল ১০ টা ৪৩ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৫ মিনিট পর্যন্ত। গ্রহণ তুঙ্গে উঠবে বেলা ১২ টা ৩২ মিনিটে।
৬) কৃষ্ণনগর এবং কল্যাণী: সকাল ১০ টা ৪৬ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২ টা ১৭ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৬ মিনিটে।
৭) নদিয়া: সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত। ১২ টা ৩৫ মিনিটে সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে।
৮) মঙ্গলকোট: গ্রহণ শুরু হবে ১০ টা ৪৪ মিনিটে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৪ মিনিটে। শেষ হবে ২ টো ১৬ মিনিট পর্যন্ত।
৯) মেমারি: সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত চলবে। ১২ টা ৩৪ মিনিটে সূর্য সর্বাধিক ঢেকে যাবে।
১০) আউশগ্রাম: সকাল ১০ টা ৪৪ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টা ১৫ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকবে ১২ টা ৩৩ মিনিটে।
১১) আসানসোল: গ্রহণ শুরু হবে ১০ টা ৪১ মিনিটে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩০ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৪ মিনিট পর্যন্ত।
১২) দুর্গাপুর: শুরু হবে ১০ টা ৪২ মিনিটে এবং শেষ হবে ২ টো ১৬ মিনিটে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৪ মিনিটে।
১৩) জামুড়িয়া: ১০ টা ৪২ মিনিট থেকে ২ টা ১৪ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩১ মিনিটে।
১৪) মাদারিহাট এবং ফালাকাটা : সকাল ১০ টা ৪৯ মিনিটে গ্রহণ আরম্ভ হয়ে চলবে ২ টো ১৮ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৮ মিনিটে।
১৫) আলিপুরদুয়ার: সকাল ১০ টা ৫০ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে ২ টো ১৯ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৯ মিনিটে।
১৬) বাগডোগরা: সকাল ১০ টা ৪৬ মিনিটে শুরু হবে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে। শেষ হবে ২ টো ১৬ মিনিটে।
১৭) মাটিগাড়া: গ্রহণ ১০ টা ৪৭ মিনিটে শুরু হয়ে চলবে ২ টো ১৬ মিনিট পর্যন্ত। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৫ মিনিটে।
১৮) দিনহাটা এবং তুফানগঞ্জ: সকাল ১০ টা ৫০ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে বেলা ২ টো ১৯ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৯ মিনিটে।
১৯) জলপাইগুড়ি: সকাল ১০ টা ৪৭ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।
২০) ধূপগুড়ি: গ্রহণ শুরু হবে ১০ টা ৪৯ মিনিটে। শেষ হবে ২ টো ১৮ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৭ মিনিটে।
২১) কালিম্পং: সকাল ১০ টা ৪৭ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।
২২) কার্শিয়াং: ১০ টা ৪৬ মিনিটে গ্রহণ শুরু হবে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৫ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।
২৩) উত্তর দিনাজপুর: সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু হবে। বেলা ১২ টা ৩৪ মিনিটে শেষ হবে। দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণ তুঙ্গে উঠবে
২৪) কালিয়াগঞ্জ: সকাল ১০ টা ৪৬ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত। সূর্যের সর্বাধিক অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।
২৫) বালুরঘাট: সকাল ১০ টা ৪৭ মিনিটে শুরু হবে। দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত চলবে। ১২ টা ৩৬ মিনিটে সূর্যের বেশি অংশ ঢাকা পড়বে।
২৬) দক্ষিণ দিনাজপুর: গ্রহণ শুরু হবে ১০ টা ৪৭ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৬ মিনিটে। চলবে ২ টো ১৮ মিনিট পর্যন্ত।
২৭) ইংরেজ বাজার ও কালিয়াচক: সকাল ১০ টা ৪৫ মিনিটে গ্রহণ শুরু হবে। দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত চলবে। সূর্যের বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৪ মিনিটে।