
দ্য থার্ড আই ডেস্ক : ষোল বছর আগে ঠিক আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডারি ব্যাটসম্যান ব্রায়ান লারা তাঁর অপরাজিত ৪০০ রানের ঐতিহাসিক ইনিংসটি খেলেছিলেন যা এখন অবধি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
২০০৪ সালে অ্যান্টিগুয়ার সেন্ট জন্স স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ব্রায়ান লারা ৫৮২ বলে ৪০০ রানের এই দুর্ধর্ষ ইনিংসটি খেলেন। সময় নিয়েছিলেন ১৩ ঘন্টা। তাঁর এই ইনিংসে সামিল ছিল ৪৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভারবাউন্ডারি।
এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনের নামে ছিল, ৪৩৭ বলে ৩৮০ রানের। যেটি তিনি করেছিলেন ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিরুদ্ধে।
বর্তমান প্রজন্মের পরিচিত ক্রিকেটার ডেরেন ব্রাভো ব্রায়ান লারার সম্পর্কে ভাইপো। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার-অধিনায়ক ৫১ বছর বয়সী ব্রায়ান চার্লস লারা খেলার জগতে “ক্রিকেটের রাজপুত্র” নামে পরিচিত।