নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: জেলায় ক্রমশ বেড়েই চলছে করোনা সংক্রমণ। কোনোক্রমেই থামছে না এই মারণ ভাইরাসের প্রকোপ। গতকালের ৮ জনের পর ফের জেলায় নতুন করে আক্রান্ত আরও ৬। প্রতিদিন এই মারণ ভাইরাসের হদিস মেলায় ক্রমশ আতঙ্কের সৃষ্টি হয়েছে পুরো কোচবিহার জেলা জুড়ে।
শুক্রবার রাতে কোচবিহারে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮৫। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৯। মোট এক্টিভ কেস ২১ টি।
করোনা আপডেট নিয়ে এদিন জেলা শাসক পবন কাদিয়ান জানান, জেলায় নতুন করে ৬ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিস মিলেছে। আক্রান্তরা ভিন্ন রাজ্য থেকে ফিরেছে। পাশাপাশি তিনি আরও জানান, ৮২৫ টি রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ৩ জন দিনহাটার একজন কোচবিহারে সদরের আরও ২ জন অন্য জেলার বলে জানিয়েছেন তিনি।