সৌভিক দত্ত, ধূপগুড়ি: নির্ধারিত শিডিউল অনুসারে আজ থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পে মানুষ খুশি এবং তাঁরা জানিয়েছেন, বাড়ির কাজ ফেলে রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে না থেকে যদি বাড়ির সামনে রেশনের সামগ্রী পাওয়া যায় এতে তো আমাদেরই ভালো। সেই অর্থে আমরা এই প্রকল্পকে সকর্থন জানাই।
বুধবার ধূপগুড়ির সাঁকোঝোরা ২ নং গ্রামপঞ্চায়েতের মল্লিক সভা এলাকায় পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন চলাকালীন দেখা যায় মানুষ আনন্দের সঙ্গে সামগ্রী গ্রহণ করছেন। এবং ডিলাররা যদিও প্রাথমিক ভাবে এখনো বুঝতে পারছেন না কতটা সফল। তবে আগামীদিনের দিন গুলোতে বোঝা যাবে বলে জানিয়েছেন ডিলার শম্ভু রায়।