নিউজপিডিয়া ডেস্ক: ‘শত্রু’ করোনা আর সেই শত্রুকে পরাস্ত করতে ‘বন্ধু’ ভারতকে পাশে নিয়ে লড়াই করতে চান ডোনাল ট্রাম্প। কোভিড মোকাবেলায় ‘বন্ধু’ ভারতকে ভেন্টিলেটর দান করবে আমেরিকা- টুইটে এই বার্তা জানিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৬ তারিখ গভীর রাতে টুইটটি করেন ট্রাম্প। তিনি লিখেছেন, “গর্বের সহিত ঘোষণা করছি যে ভারতবর্ষে আমার বন্ধুদের ভেন্টিলেটর দান করবে আমেরিকা। এই অতিমারির সময় আমরা সবসময় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছি।” কোভিড-১৯ এর টীকা উদ্ভাবনে ভারত এবং আমেরিকা পরস্পরকে সাহায্য করছে বলেও তিনি জানান।
রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালো সম্পর্কের কথা শোনা যায় মাঝে মাঝেই। এর আগে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করেছে ভারত। তারই প্রতিদান হিসেবে এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ কিনা এই নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
“আমেরিকা ও ভারত একসাথে এই করোনা নামক অদৃশ্য শত্রুকে পরাজিত করবে” এমন আশার বাণী শোনা যায় ট্রাম্পের টুইটে।