নিউজপিডিয়া ডেস্কঃ আসন্ন বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি তুঙ্গে সব রাজনৈতিক দলগুলিরই। তার আগেই যথারীতি শুরু হয়ে গেছে দলে যোগ ও দলত্যাগের খেলা। এবার বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়াও বিজেপিতে নাম লেখালেন পাপিয়া অধিকারী, শর্মিলা ভট্টাচার্য ও সৌমিলি বিশ্বাস সহ আরও একঝাঁক টলি তারকা। বুধবার প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।
ভোটের আগেই পাল্লা দিয়ে রাজনৈতিক দলগুলিতে যোগ দিচ্ছেন টলি তারকারা। উল্লেখ্য, টলি অভিনেত্রী মিমি, নুসরাতের সঙ্গে যশের খুব ভালো সম্পর্ক বলেই জানে নেটিজেনরা। তবে মিমি, নুসরাত তৃণমূলের এবং যশ বিজেপিতে নাম লেখানোয় বঙ্গ রাজনীতির খেলা পুরো জমে গেছেই বলা যায়। এখন এটাই দেখার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদার প্রভাব তাঁদের সম্পর্কের মধ্যে পড়ে কিনা।