নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: করোনা পরিস্থিতিতে সবকিছুই কেমন জানি এলোমেলো। তাই ৭৪তম স্বাধীনতা দিবস একটু অন্যরকমভাবে পালন করেলন বাংলার ভূমিকন্যা তথা তৃণমূল কংগ্রেস নেত্রী দেবশ্রী ভট্টাচার্য ও টলি পাড়ায় চমক জাগানো অভিনেত্রী পায়েল সরকার। দেবশ্রী ভট্টাচার্য হঠাৎ করে পৌঁছে যান অভিনেত্রীর বাড়িতে এবং সেখানে সকলের সঙ্গে অনুষ্ঠান উদযাপন করে আনন্দে মাতোয়ারা হয়ে যান। অভিনেত্রী পায়েল জানিয়েছেন, “এত বড় মাপের একজন নেত্রী আমাদের সঙ্গে এভাবে সময় কাটাবেন সত্যি অকল্পনীয়।” এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সন্দীপ ভট্টাচার্য, ডিরেক্টর তপন দত্ত এবং আরো অনেক কলাকুশলীরা।