তোমাকে মনে করতে না চাইলেও
মনে করে ফেলি,
তোমাকে দেখতে না চাইলেও,
তোমায় দেখে ফেলি।
যতবারই ভাবি, তোমাকে দূরে ঠেলে দিব;
কিন্তু, পূনরায় কাছে নিয়ে আসি!
তোমাকে ধরতে না চাইলেও—-
অনুভব সব তাড়া করে যায়;
আর ধরে ফেলি।

তবে প্রিয়, স্মরণে রেখো,
যদি একটি ক্ষণও এ হৃদয় —-
ভাবতে পারে তোমায় ছাড়া;
তবে জেনে রেখো!
আমি কাটাতে পারবো—
হাজার বছর; তোমায় হীনা।