নিউজপিডিয়া ডেস্কঃ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ফোন আসে মুখ্যমন্ত্রীর এবং ফোনের মাধ্যমেই তাঁর কথা সাংবাদিকদের শোনানো হয়।
আগামীকাল বুধবার এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ১৭ জুলাই।
Result of Class 10 exams will be out tomorrow, while Class 12 results will be announced on 17th July: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/DCgEQlx07S
— ANI (@ANI) July 14, 2020