নিজস্ব সংবাদদাতা, মেটেলী: টোটোচালকদের সভা বসল মেটেলীতে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এই সভা বসে। সভায় উপস্থিত ছিলেন সাব ডিভিশন প্রেসিডেন্ট অভিষেক কুন্ডু, তৃণমূল কংগ্রেস মাটিয়ালী ব্লক প্রেসিডেন্ট সহ আরও অনেকে।
সভায় টোটোচালকদের নম্বর প্লেট দেওয়ার আশ্বাস দেন তৃণমূল কর্মীরা। জানা যায়, টোটোচালকরা তাদের যথাযথ তথ্য তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিলে আগামী ৩-৪ দিনেই মধ্যেই তারা নম্বর প্লেট পেয়ে যাবেন। তৃণমূল কর্মীদের এই আশ্বাসে খুশি মেটেলীর টোটো চালকরা।