শচীন দাস, ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার মানুষের রেল পরিষেবার সুবিধার্থে ইসলামপুর আলুয়াবাড়ি ষ্টেশনে চেন্নাই গামী ট্রেন এবং ডালখোলা ষ্টেশনে পদাতিক এক্সপ্রেস ষ্টপেজ দেবার কথা ঘোষনা করল উত্তরপুর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন। ইসলামপুর আলুয়াবাড়ি ষ্টেশনে রবিবার আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষনা করেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চোধুরী।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে যাওয়ার জন্য ট্রেন থামার দাবি দীর্ঘদিন ধরেই ছিল ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনে। সেই দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে চেন্নাই গামী সাপ্তাহিক ট্রেন থামার ঘোষণা করলো। ট্রেন চলাচলের ঘোষণার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ রবিবার একটি কর্মসূচিরও আয়োজন করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও রেলের কাটিহার বিভাগের ডিআরএম রবীন্দ্র কুমার ভার্মা এবং বিজেপির মণ্ডল চেয়ারম্যান সন্দীপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে।