বিশেষ প্রতিনিধি: করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্য সম্পর্কে কিছুটা ভাঁটা পড়েছিল। সেই সঙ্কটকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের সচিব বিবেক কুমারকে বদলি করল রাজ্য সরকার। তাঁর জায়গায় স্বাস্থ্য দফতরের দায়িত্ব বুঝে পেয়েছেন নারায়ণ স্বরূপ নিগম। তিনি পরিবহন দফতরের সচিব ছিলেন।
মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়, বিবেক কুমারের পরিবর্তে নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিব পদে নিয়োগ করা হচ্ছে। অপরদিকে বিবেক কুমারকে পরিবেশ দপ্তরের প্রিন্সিপাল সচিবের দায়িত্ব অর্পণ করা হল।
তবে রাজ্যের করোনার সঙ্কট পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের বদলি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে আমলাদের মতে এ স্বাভাবিক ব্যাপার। তাঁরা মনে করছেন, ৩০ এপ্রিলের পরই বিবেক কুমারের বদলির সিদ্ধান্ত ঠিক হয়ে গিয়েছিল।
ধারণা করা হচ্ছে, করোনাকে কেন্দ্র করে এপ্রিলের শেষে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে একটি চিঠির মাধ্যমে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন সদ্য প্রাক্তন স্বাস্থ্য সচিব বিবেক কুমার। তিনি করোনা আক্রান্তের জেলা ভিত্তিক যে তথ্য প্রকাশ করেছিলেন, রাজ্য কিন্তু তখনও পরিসংখ্যান প্রকাশ করেনি। তা নিয়ে পরবর্তীতে রাজ্যপাল থেকে শুরু করে বিরোধীরা সমালোচনা করতে থাকে। রাজ্য সরকারের উপর প্রবল চাপ তৈরি হয়। আর তার জেরেই স্বাস্থ্য সচিবকে পরিবর্তন করা হল বলে বিভিন্ন মহলের ধারণা। সেইসঙ্গে ডেথ অডিট কমিটি নিয়েও প্রাক্তন স্বাস্থ্য সচিবের সঙ্গে অন্যান্য প্রশাসনিক কর্তাদের মতবিরোধের সৃষ্টি হয়। এইসবের কারণেই তাঁকে স্বাস্থ্য সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।