অরুপ কুমার মাজী, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের বংশী মোড়ে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ালো ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় কোথাও দেখা গেছে তাঁর ফ্লেক্স ছিড়তে, কোথাও দেখা গেছে তাঁর ব্যানারে জুতোর মালা দিতে। শুভেন্দুকে মীরজাফর, গদ্দার এর তকমাও দেওয়া হয়েছে। নানাভাবে নানা বাক্যবাণে বিদ্ধ করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।

সোমবার রাতেও একই ভাবে ঝাড়্গ্রাম জেলা শহরের বংশী মোড়ে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা ‘মীরজাফর দূর হাটো’, ‘গদ্দার দূর হাটো’ স্লোগান দিয়ে শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ায়। এরপর এক কর্মী জানায়, “শুভেন্দু মেদিনীপুরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মেদিনীপুরের মানুষ শুভেন্দুকে ঠিক সময় ঠিক জবাব দেবে।”