বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: হলদিবাড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের একাধিক ধ্বংসাত্মক জনবিরোধী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের বাইক মিছিলটি হলদিবাড়ি মাজার শরীফ থেকে জয়ী সেতুর অ্যাপ্রোচ রোড দিয়ে চাংড়াবান্ধা দিকে যায়। বাইক মিছিলটিতে নেতৃত্ব দিয়েছিলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, হলদিবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস, হলদিবাড়ি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মানস রায় বসুনিয়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এবিষয় মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পকে বেসরকারিকরণ ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে এই সুবিশাল এক মিছিলের আয়োজন করেছি।