সৌভিক দত্ত, ধূপগুড়ি: ব্যবসায়ীদের নিয়ে বৈঠক তৃণমূল কংগ্রেসের। রবিবার ধূপগুড়ির ফেডারেশন অফ চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলো তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি মারোয়াড়ি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে ভোট দেওয়ার আহ্বান করা হয় ব্যবসায়ীদের। বেশ কয়েক মাস আগে ভয়াবহ আগুনে ধূপগুড়ি বাজারের একশোর বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সেই আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয়। ভোটে জিতে এসে সেই ব্যবসায়ীদের বিষয়ে ভাবা হবে জানায় তৃণমূল নেতৃত্ব।
এদিনের বৈঠকের বিষয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির চেয়ারম্যান রাজেশ কুমার সিং আগামী ১৭ এপ্রিল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি রায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান করেন।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি রায়, নির্বাচনী কমিটির চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ফোসিডের ব্যবসায়ী সমিতির হিমাদ্রি সাহা, চন্দন দাশ গুপ্ত সহ ব্যবসায়ীরা।