বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে বন-মহোৎসব সপ্তাহে আজ বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে হলদিবাড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তরুণ সংঘ মেলার মাঠ,ছিটমহলে, শান্তিনগর ইউনিক ক্লাবের মাঠে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। আগেই গাছের স্থায়ী বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও হলদিবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূরবী রায় প্রধান তাঁরা নিজ হাতে গাছ লাগানোর অংশ নিয়েছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সবুজায়ন প্রকল্পের বাস্তব রূপায়ণ সম্ভব হবে বলে জানিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।